শিরোনাম
ঢাকা, ১৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : মিরপুরে অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
আজ (বুধবার) এক বিবৃতিতে এ শোক জানান তিনি।
এতে নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন মুফতি রেজাউল করীম। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
চরমোনাই পীর বলেন, অগ্নিকাণ্ডের মত দুর্ঘটনায় প্রতিবছর বহু মানুষের প্রাণহানি ঘটছে। এজন্য অগ্নিনিরাপত্তায় সচেতনতা বৃদ্ধি, নিয়মিত নজরদারি এবং নিরাপত্তা ব্যবস্থার কার্যকর বাস্তবায়ন নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে ভবন ও কারখানাগুলোতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে অনুসরণ করা জরুরি। পাশাপাশি নিহতদের যথাযথ ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসার ব্যবস্থা করারও আহ্বান জানান তিনি।