বাসস
  ১৪ অক্টোবর ২০২৫, ২১:৫৮

২৫ মামলার আসামিসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

কুমিল্লা, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ এর একটি দল ২৫ মামলার আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে।

আজ মঙ্গলবার র‌্যাব-১১ সিপিসি-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানাধীন ভাটকেশ্বর এলাকায় অভিযান চালায়। র‌্যাব-১১ আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন মো. রিয়াদ হোসেন (২৯) এবং তার সহযোগী মো. মামুন মিয়া (২৯)। অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, ইয়াবা ও বিয়ার উদ্ধার করা হয়।

অপর একটি অভিযানে ৮৫ বোতল স্কাফ এবং ৫ কেজি গাঁজা উদ্ধার করে র‌্যাব। গ্রেফতারকৃত মো. রিয়াদ হোসেন একাধিক মামলার আসামি।

র‌্যাব-১১ জানায়, অস্ত্র ও মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। অস্ত্র ও মাদকের বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।