শিরোনাম
ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গতকাল গ্রেফতার করা হয়েছে।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন মোস্তফা বিশ্বাস নাসিম, কামাল (৩৭), জীবন (২৪), ওয়াহিদ (১৮), রবিন (২৬), জসিম (৩৫), রাব্বি (২১), শাহাবুদ্দিন (৩৮), জুয়েল (৪৫), মুখলেসুর রহমান (২০), মৃদুল সৌরভ (২৮), মানিক (৪৮), বাচ্চু মিয়া (২৭), সেলিম (২৪), মিঠুন (৩০), চান মিয়া (৪৫), সোহেল মাতাব্বর (২৭), আলী রাজ (২৫), আজিজুল হক (৫০) ও হনুফা (৩৫)।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানানো হয়।