শিরোনাম
খুলনা, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের অধীন শাকবাড়িয়া নদী সংলগ্ন এলাকা থেকে ৪৮ কেজি হরিণের মাংসসহ মো. দিদারুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বন বিভাগ।
এ সময় ১১৫ কেজি মাছ, ২টি নৌকা এবং হরিণ শিকারের সরঞ্জাম জব্দ করা হয়। গ্রেফতারকৃত দিদারুল মহারাজপুর গ্রামের মৃত হামিদ গাজীর ছেলে।
সোমবার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের কর্মকর্তা মো. নাসির উদ্দীনের নেতৃত্বে বনরক্ষীরা অভিযান চালিয়ে হরিণের মাংসসহ শিকারীকে গ্রেফতার করে। এ সময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে আরও একজন শিকারী পালিয়ে যায়।
কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের কর্মকর্তা মো. নাসির উদ্দীন বলেন, আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে শাকবাড়িয়া নদী সংলগ্ন এলাকা থেকে ৪৮ কেজি হরিণের মাংসসহ শিকারী মো. দিদারুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ১১৫ কেজি মাছ, ২টি নৌকা এবং হরিণ শিকারের সরঞ্জাম জব্দ করা হয়।
অভিযানকালে বন বিভাগের উপস্থিতি টের পেয়ে ১ নম্বর কয়রা গ্রামের হাবিবুর সরদারের ছেলে মনিরুল সরদার পালিয়ে যায়।
এ বিষয়ে বন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং জব্দকৃত মাছ ও হরিণের মাংস আদালতের নির্দেশে বিনষ্ট করা হয়েছে।