শিরোনাম
ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই সনদের সাংবিধানিক বাস্তবায়নের জন্য গণভোট এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন একসাথে না হলে তা বিশৃঙ্খলার সৃষ্টি করবে।
তিনি বলেন, ‘যদি নভেম্বরে গণভোট অনুষ্ঠিত হয়, তাহলে এর প্রস্তুতি এবং এরপর জাতীয় সংসদ নির্বাচনের জন্য পৃথক প্রস্তুতি এক ধরণের বিশৃঙ্খলা তৈরি করবে।’
জাতীয় প্রেস ক্লাবে আজ জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তৃতায় রিজভী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছে যে, জুলাই সনদের ওপর গণভোট সংসদ নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হওয়া উচিত। এতে সময় এবং খরচ উভয়ই সাশ্রয় হবে।’
আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ব্যবস্থা সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে বিএনপি’র এই প্রবীণ নেতা বলেন, ‘৫০ শতাংশেরও বেশি সাধারণ মানুষ পিআর ব্যবস্থা সম্পর্কে কিছুই জানেন না। যে বিষয়ে মানুষের কোন জ্ঞান বা অভিজ্ঞতা নেই, জোর করে এমন কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টাকে গণতন্ত্র বলা যায় না।’
ওলামা দলের আহ্বায়ক মাওলানা কাজী মো. সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য সচিব এডভোকেট মাওলানা কাজী মোহাম্মদ আবুল হোসেন।
অনুষ্ঠানে বিএনপি’র যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এবং ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল বক্তব্য রাখেন।
ওলামা দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।