বাসস
  ১৪ অক্টোবর ২০২৫, ০০:৪৯

রূপগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 

নারায়ণগঞ্জ, ১৩ অক্টোবর, ২০২৫ (বাসস): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান চালিয়েছে। রোববার মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

রূপগঞ্জ উপজেলার কাজীপাড়া, রুপসী, বানিয়াদি, লক্ষ্যা ও যাত্রাবাড়ী এলাকার দুটি চুনা কারখানার স্থাপনা এক্সক্যাভেটর ব্যবহার করে সম্পূর্ণরূপে ভেঙে দেয়া হয়। উত্তর রুপসী ও বানিয়াদী এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধভাবে গ্যাস ব্যবহারকারী তিনটি চুনা কারখানার সংযোগ বিছিন্নসহ তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। 

এছাড়া ২৪টি আবাসিক স্থাপনার সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন এবং একজন গ্রাহককে জরিমানা করা হয়। এ অভিযানে অবৈধভাবে স্থাপিত বিপুল পরিমাণ পাইপ ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। উত্তর রুপসী এলাকার একটি চুনা কারখানার এক ইঞ্চি ডায়ার সার্ভিস লাইন বিচ্ছিন্ন এবং ৫০ ফুট পাইপ উচ্ছেদ করা হয়।

কাজীপাড়া ও রুপগঞ্জে অবৈধভাবে স্থাপিত এক ইঞ্চি ডায়ার বিতরণ লাইন বিচ্ছিন্নের মাধ্যমে ৪০০ মিটার এলাকাজুড়ে থাকা ২০টি বাড়ির ৩০টি চুলার গ্যাস সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়। সেখান থেকে ৫০ ফুট ১ ইঞ্চি ডায়ার পাইপ এবং ১০০ ফুট হোস পাইপ উচ্ছেদ করা হয়। 

অপর একটি অভিযানে বানিয়াদি, লক্ষ্যা ও যাত্রাবাড়ী এলাকায় তিন ও চার ইঞ্চি ডায়ার বিতরণ লাইন বিচ্ছিন্ন করে চারটি বাড়ির আটটি চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।