শিরোনাম
ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৫ (বাসস): শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভার্চুয়ালি তিনি শিশুটির পরিবারের সাথে কথা বলেন এবং তাদের সার্বিক সহযোগিতারও আশ্বাস দেন।
শরীয়তপুরের গোসাইরহাটে সাইখ্যা গ্রামের রেজাউল মিয়ার সাড়ে তিন বছরের শিশু কন্যাকে ধর্ষনের চেষ্টার ফলে নির্যাতিত শিশুটিকে আজ সোমবার দেখতে যান বিএনপির নারী ও শিশুদের স্বাস্থ্য সহায়তা সেলের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শিশুটির বাড়িতে যান।
এসময় স্বাস্থ্য সহায়তা সেলের কেন্দ্রীয় সমন্বয়কারী বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম ভার্চুয়ালি শিশুটির পরিবারের সাথে সার্বিক সহায়তার ব্যাপারে কথা বলেন এবং যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাস দেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শিশুটির পরিবারকে আর্থিক সহায়তা তুলে দেয়া হয় এবং ভবিষ্যতে যেকোনো আইনি ও স্বাস্থ্য সহায়তায় শিশুটির পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন প্রতিনিধি দলের সদস্যরা।
গত ৪ অক্টোবর রাতে একই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মিরাজ শিশুটিকে ধর্ষনের চেষ্টা করে। এতে শিশুটি নির্যাতনের শিকার হয়। পরে তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নেয়া হলে সেখানে নিপীড়িত নারী ও শিশুদের স্বাস্থ্য সহায়তা সেলের সদস্যরা তাকে চিকিৎসা সেবা প্রদান করে। ঘাতক মিরাজকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়, যার বিচারিক প্রক্রিয়া চলমান আছে।