শিরোনাম
চট্টগ্রাম, ১৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আবুল কালাম (৩৪) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, স্বাভাবিক অসুস্থতায় তার মৃত্যু হয়েছে।
আজ সোমবার ভোরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আবুল কালাম কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার বাদশালা এলাকার লায়েস মিয়ার ছেলে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বলেন, রোববার রাতে বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে কারা হাসপাতাল এবং পরে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সূত্র জানায়, চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোড এলাকায় এক ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গোলাগুলিতে ২ জন নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলায় আবুল কালাম ছিলেন ৫ নম্বর এজাহারভুক্ত আসামি। ঘটনার পর তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।