বাসস
  ১১ অক্টোবর ২০২৫, ১৫:২২

রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীসহ গ্রেপ্তার ১৬

রাজশাহী, ১১ অক্টোবর, ২০২৫ (বাসস): রাজশাহী মহানগরীতে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে আওয়ামী লীগের এক কর্মীসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার রাতে মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ শনিবার আরএমপি থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে তথ্য নিশ্চিত হওয়া গেছে। 

গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ কর্মীর নাম মোকশেদ উল আলম সুমন (৫০)। তিনি মহানগরীর বোয়ালিয়া থানার মিয়াপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।

এছাড়া রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবির পৃথক অভিযানে আরও ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৯ জন, মাদক মামলায় ১ জন এবং অন্যান্য মামলায় ৫ জন রয়েছেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।