শিরোনাম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ১১ অক্টোবর, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে ব্যালট পেপার হবে পাঁচ পৃষ্ঠার। এর মধ্যে হল ও হোস্টেল সংসদের জন্য এক পৃষ্ঠা এবং কেন্দ্রীয় সংসদের জন্য থাকবে চার পৃষ্ঠা।
ব্যালট পেপারে প্রথমে প্রার্থীর নাম, এরপর পদবি, তারপর ব্যালট নম্বর এবং সর্বশেষে থাকবে খালি বৃত্ত, যেখানে ভোটাররা পছন্দের প্রার্থীর জন্য বৃত্ত ভরাট করবেন।
আজ শনিবার বেলা ১১টার দিকে বাসস’কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন চাকসু, হল ও হোস্টেল সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।
তিনি বলেন, ‘৩৬ বছর পর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা সর্বোচ্চ স্বচ্ছতা ও ন্যায্যতার ভিত্তিতে নির্বাচন পরিচালনার চেষ্টা করছি। সেজন্যই ব্যালটে প্রার্থীর নাম, পদবি ও ব্যালট নম্বর রাখার পর ওএমআর পদ্ধতিতে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, যেমনটা ভর্তি পরীক্ষা বা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় হয়ে থাকে।’
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, চাকসু নির্বাচনে ২৬টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী এবং হল ও হোস্টেল সংসদে যথাক্রমে ১৪ ও ১০টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৯৩ জন প্রার্থী। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন।
তফসিল অনুযায়ী আগামী ১৫ অক্টোবর (বুধবার) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই রিটার্নিং কর্মকর্তার কক্ষে শুরু হবে গণনা কার্যক্রম।