বাসস
  ১০ অক্টোবর ২০২৫, ২০:৫৬

টিআইবি’র ন্যায়পাল ও সাবেক বোর্ড সদস্য অধ্যাপক মনজুরুল ইসলামের মৃত্যুতে শোক 

সৈয়দ মনজুরুল ইসলাম। ফাইল ছবি

ঢাকা, ১০ অক্টোবর, ২০২৫ (বাসস) : টিআইবির ন্যায়পাল ও ট্রাস্টি বোর্ডের সাবেক সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম প্রথম মেয়াদে ২০১৯ সালের ১৭ এপ্রিল  থেকে তিনবছর এবং দ্বিতীয় মেয়াদে ২০২২ সালের ৩ অক্টোবর থেকে মৃত্যুকালীন সময় পর্যন্ত টিআইবির ন্যায়পাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি ২০১৩ সালের ১৬ মে থেকে ২০১৯ সালের ১২ এপ্রিল পর্যন্ত দুই মেয়াদে ৬ বছর টিআইবির ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য ছিলেন।

আজ এক শোকবার্তায় টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘বাংলাদেশে দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন বেগবান করতে ও সুশাসন প্রতিষ্ঠার উদ্যোগে অধ্যাপক মনজুরুল ইসলাম টিআইবির ন্যায়পাল ও বোর্ড সদস্য হিসেবে অসামান্য অবদান রেখেছেন। টিআইবির সার্বিক কার্যক্রমে তাঁর সুচিন্তিত নীতি-পরামর্শ, মতামত, দিক-নির্দেশনা ও সহমর্মিতাপূর্ণ সহায়তা আমাদের অনুপ্রাণিত করেছে। মনজুরুল ইসলাম- এর অসামান্য অবদানের জন্য টিআইবি তাঁর কাছে চিরঋণী। একজন কর্ম ও নীতিনিষ্ঠ বরেণ্য শিক্ষাবিদ হিসেবে তিনি আমাদের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন।’

টিআইবি’র সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিআইবির বোর্ড অব ট্রাস্টিজ, ম্যানেজমেন্ট, টিআইবির অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস), অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) ও টিআইবি সদস্যদের পক্ষ থেকে আমরা অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম- এর  বিদেহী আত্মার শান্তি কামনা করছি ও তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি।