বাসস
  ১০ অক্টোবর ২০২৫, ২০:৪৫

বিশিষ্ট শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলামের মৃত্যুতে বাসদের শোক

কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলাম। ফাইল ছবি

ঢাকা, ১০ অক্টোবর, ২০২৫ (বাসস) : বিশিষ্ট শিক্ষাবিদ, কথাসাহিত্যিক ও রবীন্দ্র গবেষক সৈয়দ মনজুরুল ইসলাম-এর মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।

আজ এক শোকবিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী, ছাত্র-শিক্ষক ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

বিবৃতিতে ফিরোজ বলেন, “সৈয়দ মনজুরুল ইসলাম ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক। তিনি ছিলেন একজন বিশিষ্ট কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও গবেষক। শতাধিক গ্রন্থের রচয়িতা ও সম্পাদক এই শিক্ষাবিদ ছিলেন প্রগতিশীল বুদ্ধিবৃত্তিক চেতনার ধারক। তিনি গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন এবং সমাজ পরিবর্তনের সংগ্রামে চিন্তা ও কর্মের মাধ্যমে বামপন্থী আন্দোলনসহ মুক্তচিন্তার কর্মীদের অনুপ্রেরণা যুগিয়েছেন।”

বাসদ নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, “সৈয়দ মনজুরুল ইসলামের মৃত্যুতে দেশ একজন প্রগতিশীল চিন্তাবিদ ও মানবিক মূল্যবোধে বিশ্বাসী আলোকিত মানুষকে হারাল। তাঁর অনন্য জীবনসংগ্রাম ও সাহিত্য-চিন্তার উত্তরাধিকার আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”

সৈয়দ মনজুরুল ইসলাম আজ ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।