শিরোনাম

ঢাকা, ১৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে অভিবাসন বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ১৮ জন সাংবাদিককে ‘মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করা হয়েছে।
রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত মাইকেল মিলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর প্রধান ম্যাক্স টুনন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন রেইজ প্রকল্পের যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক ড. এ টি এম মাহবুব-উল করিম।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দৈনিক সমকালের সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সেলেহ। স্বাগত বক্তব্যে ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান দেশের অভিবাসন পরিস্থিতি তুলে ধরেন।
জাতীয় দৈনিক পত্রিকা বিভাগে দৈনিক সমকালের রাজীব আহমেদ প্রথম স্থান অর্জন করেন। কালের কণ্ঠের রাসেল আহমেদ দ্বিতীয় এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের কানিজ ফাতেমা ও প্রথম আলোর মো. মহিউদ্দিন যৌথভাবে তৃতীয় স্থান লাভ করেন।
আঞ্চলিক পত্রিকা বিভাগে বাংলারপত্রিকার তারিকুল ইসলাম মোহাম্মদ হাসান প্রথম, ডেইলি গ্রামীণ দর্পণের মোহাম্মদ শরিফ ইকবাল দ্বিতীয় এবং ডেইলি সুবর্ণগ্রামের আয়েশা সিদ্দিকা তৃতীয় স্থান অর্জন করেন।
অনলাইন বিভাগে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের কামরান সিদ্দিকী, জসিম উদ্দিন ও সালেহ শফিক প্রথম স্থান লাভ করেন। জাগোনিউজ২৪-এর রায়হান আহমেদ দ্বিতীয় এবং বাংলাভিশনের মো. আবদুল্লাহ তৃতীয় হন।
টেলিভিশন সংবাদ বিভাগে চ্যানেল ২৪-এর সম্রাট হোসেন প্রথম, নিউজ ২৪-এর মাসুদা খাতুন দ্বিতীয় এবং এখন টিভির সাজিদ আরাফাত তৃতীয় স্থান অর্জন করেন।
অনুসন্ধানী টেলিভিশন অনুষ্ঠান বিভাগে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ‘তালাশ’ পুরস্কার পায়, যা গ্রহণ করেন মো. নজমুল সাঈদ ও রাকিবুল হাসান। রেডিও বিভাগে রেডিও তেহরানের ঢাকা ব্যুরো প্রধান বাদশা মিয়া পুরস্কার লাভ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, অভিবাসীদের কণ্ঠস্বর সামনে তুলে ধরতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি নিরাপদ ও বৈধ অভিবাসনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া আসিফ সেলেহ ও ম্যাক্স টুনন জনগণকেন্দ্রিক প্রতিবেদন এবং বাংলাদেশে অভিবাসনের উচ্চ ব্যয় কমানোর গুরুত্ব তুলে ধরেন।