বাসস
  ১০ অক্টোবর ২০২৫, ১৮:০৪

ঢাকা বিমানবন্দরে ৭৬১ গ্রাম স্বর্ণসহ দুইজন আটক

ছবি : সংগৃহীত

ঢাকা, ১০ অক্টোবর, ২০২৫ (বাসস) : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৬১ গ্রাম স্বর্ণালঙ্কারসহ মো. কবির হোসেন (৫৩) ও কুদ্দুছ (৪১) নামে দুইজনকে আটক করেছে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

মো. কবির হোসেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বোর্ডিং ব্রিজ অপারেটর হিসেবে কর্মরত। আজ শুক্রবার এপিবিএন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দিবাগত রাতে বিমানবন্দরের বহির্গমণ ১ নম্বর টার্মিনালের তিন নম্বর গ্লাস গেটের সামনে মো. কবির হোসেন গোপনে কুদ্দুছকে একটি ছোট হাতব্যাগ দেওয়ার সময় উপস্থিত যাত্রীদের সন্দেহ হলে সেখানে গোলযোগের সৃষ্টি হয়।

পরবর্তীতে এপিবিএন সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা অসংগতিপূর্ণ ও সন্দেহজনক উত্তর দিতে থাকেন। পরে তল্লাশি চালিয়ে তিনটি নীল রঙের ছোট ব্যাগের ভেতর থেকে চারটি স্বর্ণবারসহ মোট ৭৬১ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, উদ্ধারকৃত স্বর্ণালঙ্কার বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের উদ্দেশ্যে দেশে আনা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করে আসছিলেন।

আটককৃতদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে এপিবিএনের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, “আমরা বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিতভাবে সতর্ক নজর রাখছি। বিমানবন্দর ব্যবহার করে যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।”