বাসস
  ১০ অক্টোবর ২০২৫, ১০:১৭

আইসিএসবি’র নতুন নেতৃত্ব: প্রেসিডেন্ট হোসেন সাদাত

ছবি: ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের ফেসবুক পেইজ

ঢাকা, ১০ অক্টোবর, ২০২৫ (বাসস): ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)’র ১১৪তম কাউন্সিল সভায় ২০২৫-২০২৮ মেয়াদের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় হোসেন সাদাত এফসিএস প্রেসিডেন্ট, মো. রফিকুল ইসলাম এফসিএস সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, মো. শরীফ হাসান এফসিএস ভাইস প্রেসিডেন্ট এবং মো. মিজানুর রহমান এফসিএস ট্রেজারার হিসেবে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচিত নেতারা কর্পোরেট গভর্নেন্স, আর্থিক ব্যবস্থাপনা, নীতিনির্ধারণ, টেকসই উন্নয়ন ও প্রশাসনিক দক্ষতায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। তারা প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে অভিজ্ঞ এবং দেশের কর্পোরেট সেক্রেটারিয়াল পেশাকে আরও এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

নতুন নেতৃত্ব আইসিএসবি’র কার্যক্রমকে আরও গতিশীল ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করবে বলে আশা করা হচ্ছে।