বাসস
  ০৯ অক্টোবর ২০২৫, ২১:৩৪

যুদ্ধবিরতি গাজাবাসীর জন্য স্বস্তির, তবে স্বাধীন ফিলিস্তিনের বিকল্প নয় : ইসলামী আন্দোলন

ঢাকা, ৯ অক্টোবর ২০২৫ (বাসস): গাজায় যুদ্ধবিরতি মৃতপ্রায় মানুষের জন্য স্বস্তির, তবে কোনো অবস্থাতেই স্বাধীন ফিলিস্তিনের বিকল্প নয় বলে মন্তব্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার মিশরে অনুষ্ঠিত এক শান্তি আলোচনায় গাজায় যুদ্ধবিরতি ও ইসরাইলি সেনা প্রত্যাহার সংক্রান্ত এক চুক্তির প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

তিনি বলেন, আক্ষরিক অর্থে এক সাগর রক্তক্ষরণের পরে, সরকারি হিসেবে ৬৭ হাজার মানুষের মৃত্যুর পর স্বাক্ষরিত এই চুক্তি আসলে কোনো আনন্দের নয়; বরং বিদ্যমান বিশ্বব্যবস্থার দুর্বলতাকেই ফুটিয়ে তুলেছে। এটি বিশ্বব্যবস্থার অমানবিকতাকে প্রকট করেছে। কেননা, এমন একটি চুক্তিতে পৌঁছাতে হাজারো শিশুকে জীবন দিতে হয়েছে। এই চুক্তির আরেকটি নির্মম দিক হলো—খুনি ও হানাদার বাহিনীকে বিচারের আওতায় আনার বিষয়ে কিছু নেই; বরং পুরো চুক্তি তাদের মর্জির ওপর নির্ভর করছে।

তথাপি রাজনৈতিক শক্তি হিসেবে হামাসের স্বীকৃতি এবং গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর মতো পরিবেশ তৈরি হওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এই চুক্তিকে স্বাগত জানায়। একই সঙ্গে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের চিরন্তন দাবিও পুনর্ব্যক্ত করে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বিশ্বমানবতার জন্য ইসরাইল যে কত বড় হুমকি, তা আবারও বিভৎস রূপে পরিষ্কার হয়েছে। পশ্চিমা নাগরিকদের প্রতি আহ্বান থাকবে—এই অশুভ শক্তির বিরুদ্ধে আপনাদের যে বোধোদয় ঘটেছে, তা জাগ্রত রাখুন। আপনাদের সরকারের ওপর চাপ অব্যাহত রাখুন, যাতে করে পশ্চিমা শক্তির ওপর ভর করে ইসরাইলিরা আর নৃশংসতা চালাতে না পারে।

বিবৃতিতে তিনি বাংলাদেশি নাগরিক আলোকচিত্রী শহিদুল আলমের নিরাপত্তা ও মুক্তির ব্যাপারে সরকারকে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।