বাসস
  ০৯ অক্টোবর ২০২৫, ১১:১১

সাংবাদিক হায়াৎ উদ্দীন হত্যার নিন্দা ও প্রতিবাদ মির্জা ফখরুলের

ছবি : সংগৃহীত

বাগেরহাট, ৯ অক্টোবর, ২০২৫ (বাসস): বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিক এস এম হায়াৎ উদ্দীনকে হত্যার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। 

সত্য প্রকাশের জন্যই দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে হায়াৎ উদ্দীনকে প্রাণ দিতে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

গত ৩ অক্টোবর বাগেরহাটের স্থানীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক এস এম হায়াৎ উদ্দীনকে পৌরসভার হাড়িখালি এলাকায় তার বাড়ির পাশে নির্মমভাবে হত্যা করা হয়। এই অমানবিক ও নৃশংস ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন মির্জা ফখরুল।

বুধবার রাতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ দফতর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক শোকবার্তায় এ তথ্য জানা যায়। 

বিএনপি মহাসচিব বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুর্বৃত্তরা আবারও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা লোটার অপতৎপরতায় লিপ্ত। তাদের নির্মম ও পৈশাচিক হামলায় সাংবাদিক এস এম হায়াৎ উদ্দীনের মৃত্যু সেটিরই বহিঃপ্রকাশ।

তিনি আরও বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতেই এ ধরনের লোমহর্ষক ঘটনার বারবার পুনরাবৃত্তি ঘটানো হচ্ছে। তাই এই দুর্বৃত্তদের কঠোর হাতে দমনের বিকল্প নেই। 

গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠাসহ দেশের মানুষের জানমাল রক্ষায় দলমত নির্বিশেষে সব শ্রেণীপেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান মির্জা ফখরুল। না হলে ওত পেতে থাকা আওয়ামী ফ্যাসিস্টদের দোসররা দেশের অস্তিত্ব বিপন্ন করতে মরিয়া হয়ে উঠবে বলেও সতর্ক করেন তিনি।

শোকবার্তায় বিএনপি মহাসচিব সাংবাদিক হায়াৎ উদ্দীনের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সঙ্গে নিহতের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সহমর্মিতা জানান।