শিরোনাম
ঢাকা, ৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী এ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস ২০২৪ জুলাই ছাত্র-শ্রমিক জনতার অভ্যুত্থানে ২৮৪ শ্রমিকের শহীদানে প্রতিদান আদায়ের লক্ষ্যে ঢাকায় মহাসমাবেশ সফল করতে সকলের প্রতি আহবান জানিয়েছেন।
আজ মঙ্গলবার রাজধানীর শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দল ও দক্ষিণ শ্রমিক দলের আওতাধীন ২৪ টি থানার সভাপতি, সাধারণ সম্পাদক, আহবায়ক, সদস্য সচিব, দক্ষিণের আওতাধীন ৫৭টি ওয়ার্ডের নেতৃবৃন্দের সঙ্গে কেন্দ্রীয় শ্রমিক দলের যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান তিনি।
ঢাকা মহানগর শ্রমিক দলের সদস্য সচিব বদরুল আলম সবুজের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম আওয়ালের সঞ্চালনায় এ যৌথ সভা অনুষ্ঠিত হয়।
সভায় শিমুল বিশ্বাস সমসাময়িক রাজনীতি, শ্রম পরিস্থিতি, বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনীতি, দ্রব্যমূল্যের উধ্বগতিসহ দেশের বৃহত্তর শ্রমগোষ্ঠির স্বার্থে এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সকলের প্রতি আহবান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক দল সভাপতি আনোয়ার হোসাইন। তিনি শ্রমিক শ্রেণীর সংগ্রাম করে টিকে আছে, সংগ্রামের মাধ্যমে দাবি আদায়ের জন্য প্রস্তুত হতে সকলের প্রতি আহবান জানান।
সভায় আরও বক্তব্য ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম, মো. আনোয়ার হোসেন, মো. জাকির হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য মো. আবু কাউসার, সিএনজি অটো রিক্সার সভাপতি মো. খলিলুর রহমান, হকার্স দলের সোহেল, রিক্সা শ্রমিক ইউনিয়নের লোকমান ফকির, সবুজবাগ থানার আহ্বায়ক গিয়াস উদ্দিন, ডেমরা থানার সদস্য সচিব মাজহার,কামরাঙ্গীচর থানার যুগ্ম আহ্বায়ক মো. রফিক, ডেমরা থানার সদস্য সচিব আজাদ, কলাবাগান থানার আহ্বায়ক রাসেল হাওলাদার, শাহবাগ থানার আহ্বায়ক রবিউল আওয়াল মিন্টু, চক বাজার থানার সাবেক সাধারন সম্পাদক মাহবুব, নিউমার্কেট থানার আহ্বায়ক মো. শিহাব শিকদার, পল্টন থানার আহ্বায়ক মোঃ আবু তাহের, কদমতলী থানার যুগ্ম আহ্বায়ক মো. ইমরান, রমনা থানার আহ্বায়ক মো. সুরুজ মিয়া, গেন্ডারিয়া থানার আহ্বায়ক মো. ইয়াসিন, বংশাল থানার আহ্বায়ক মোহাম্মাদ আলী,হাজারীবাগ থানার আহ্বায়ক মো. শাহ আলম, সূত্রাপুর থানার সদস্য সচিব মো. রিয়াজ, শাহবাগ থানার সদস্য সচিব মো. হানিফ, লালবাগ থানার আহ্বায়ক ইয়াকুব হোসেন, ধানমন্ডি থানার আহ্বায়ক তোফায়েল আহমেদ মিন্টু, খিলগাঁও থানার আহ্বায়ক আমির হোসেন, কোতয়ালী থানার আহ্বায়ক গিয়াস উদ্দিন সিকদার, মতিঝিল থানার আহ্বায়ক লাভলু ঢালী, যাত্রাবাড়ী থানার সদস্য সচিব জুয়েল রানা, মুগদা থানার সদস্য সচিব মিজানুর রহমান, শ্যামপুর থানার আহ্বায়ক হারুন অর রশিদ।
যৌথ সভায় উপস্থিত ছিলেন বিএনপির সহ শ্রমিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ফরাজি মতিয়ার রহমান, মেহেদী আলী খান, সহ সাধারণ সম্পাদক এম জি ফারুক, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, যুব সম্পাদক খোরশেদ আলম ও বরিশাল মহানগর শ্রমিক দলের আহবায়ক ফয়েজ আহমেদ।