শিরোনাম
ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বিচার বিভাগের স্বাধীনতা ও সংস্কারের বিষয়ে সাংবাদিকতায় উৎসাহিত করতে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (এনআইএমসি) ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) যৌথভাবে ‘মিডিয়া অ্যাওয়ার্ড অন জুডিশিয়াল ইনডিপেনডেন্স-২০২৫’ দেওয়ার ঘোষণা দিয়েছে।
পুরস্কারের জন্য তিনটি বিভাগে প্রতিবেদন আহ্বান করা হয়েছে— প্রিন্ট ও অনলাইন, টেলিভিশন ও রেডিও এবং সেরা তরুণ প্রতিবেদক (যাদের বয়স ৩০ বছরের নিচে)। প্রতিটি বিভাগে বিজয়ীকে দেওয়া হবে ২৫ হাজার টাকা করে পুরস্কার এবং সম্মাননাপত্র।
আজ মঙ্গলবার জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, অংশগ্রহণকারীদের অবশ্যই ২০২৪ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ৩০ অক্টোবরের মধ্যে প্রকাশিত প্রতিবেদন জমা দিতে হবে। ক্যাটাগরি অনুযায়ী একজন প্রতিবেদক সর্বোচ্চ দু’টি প্রতিবেদন জমা দিতে পারবেন। প্রিন্ট ও অনলাইন প্রতিবেদন পিডিএফ আকারে এবং টেলিভিশন বা রেডিওর প্রতিবেদন এমপিফোর বা এমপিথ্রি ফরম্যাটে পাঠাতে হবে।
তিনটি ক্যাটাগরিতে মোট ১২ জন সাংবাদিককে পুরস্কার দেওয়া হবে। প্রতিটি প্রতিবেদনের সঙ্গে প্রতিবেদকের ২০০ শব্দের মধ্যে সারসংক্ষেপ সংযুক্ত করা বাধ্যতামূলক। প্রতিবেদন পাঠানোর শেষ তারিখ ৩০ অক্টোবর।
আগ্রহী সাংবাদিকদের তাদের প্রতিবেদন [email protected] এই ঠিকানায় পাঠানোর জন্য বলা হয়েছে।
ডাকযোগে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো কোনো প্রতিবেদন মূল্যায়নের জন্য বিবেচিত হবে না।
এতে আরো বলা হয়েছে, বিচারকমণ্ডলি জমাকৃত প্রতিবেদন যাচাই করে শ্রেষ্ঠ সাংবাদিকদের নির্বাচন করবেন।
বিস্তারিত তথ্যের জন্য এনআইএমসির ওয়েবসাইট www.nimc.gov.bd তে পাওয়া যাবে।