বাসস
  ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪০
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৭

দুর্গাপূজাকে কেন্দ্র করে গভীর চক্রান্ত চলছে : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি : বাসস

ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দুর্গাপূজা উৎসবকে কেন্দ্র করে গভীর চক্রান্ত চলছে।

তিনি বলেন, এই উৎসব অত্যন্ত আনন্দ, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে। এই উৎসবকে ঘিরে নানা ধরনের অপতৎপরতা রয়েছে। আমরা চাই, কোনো নিরাপত্তা বিঘ্ন ছাড়াই যেন উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এজন্য আমরা সবাই সতর্ক আছি।

সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, প্রায় ৩৫ হাজার পূজামণ্ডপে বিএনপির নেতাকর্মীরা নজরদারি করছেন এবং নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালন করছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদিন নেতাকর্মীদের উদ্দেশে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানাচ্ছেন এবং পূজা নির্বিঘ্নে পালনের বিষয়ে বারবার নির্দেশ দিচ্ছেন। 

তিনি বলেন, দেশে-বিদেশে অনেক চক্রান্তকারী সক্রিয় রয়েছে, যারা বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট করতে চায়। হিন্দু সম্প্রদায়ের মধ্যে অসন্তোষ তৈরি করে জাতিগত সম্প্রীতির ঐতিহ্য নষ্ট করার চেষ্টা চলছে। এসব চক্রান্ত প্রতিহত করতে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি সকল গণতন্ত্রপন্থী রাজনৈতিক দলকে পূজার সময় নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, এই হিন্দু সম্প্রদায়ের উৎসবে আপনাদের অবশ্যই সতর্কতার সাথে নিরাপত্তার দায়িত্ব পালন করতে হবে। সকলকে নিশ্চিত করতে হবে কেউ যাতে কোনো উস্কানিমূলক কাজ করতে না পারে।

পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক ঘটনাবলীর কথা উল্লেখ করে রিজভী বলেন, পাহাড়ে হঠাৎ করে অশান্তির লক্ষণ দেখা যাচ্ছে। এসব বিষয় মানুষকে নানাভাবে ভাবিয়ে তুলছে এবং উদ্বেগ-উৎকণ্ঠার জন্ম দিচ্ছে। এই সময়েই গার্মেন্টস সেক্টরেও অশান্তির চিহ্ন স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এসব কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, প্রতিটি ঘটনার সঙ্গে কোনো না কোনো চক্র জড়িত রয়েছে।

তিনি আরও বলেন, আমাদের প্রত্যেককেই কাঁধে কাঁধ মিলিয়ে দেশবিরোধী যেকোনো চক্রান্ত বা মাস্টারপ্ল্যান, যেকোনো অশুভ পরিকল্পনা নস্যাৎ করে দিতে হবে। 

এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এবং নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারী উপস্থিত ছিলেন।