শিরোনাম
খুলনা, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : আগামীকাল শুক্রবার খুলনা মহানগরীতে ২৫টি কেন্দ্রে ৪৭তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৮৫ এর ২৯ ও ৩০ ধারায় পুলিশ কমিশনারের প্রদত্ত ক্ষমতাবলে চারটি নির্দেশনা জারি করা হয়েছে। বুধবার কেএমপির এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার দিন সকাল ৮টা থেকে পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ২০০ গজের মধ্যে ৫ বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা ও মিছিল করতে পারবে না। পরীক্ষা কেন্দ্র এলাকায় কেউ কোনো প্রকার অস্ত্র, বিস্ফোরক দ্রব্যাদি বহন করতে পারবে না। কেন্দ্র এলাকায় লাউড স্পিকার বা উচ্চস্বরে কোনো শব্দ করা যাবে না। কেন্দ্রের আশপাশে ২০০ গজের মধ্যে ফটোস্ট্যাট মেশিন বন্ধ রাখতে হবে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।