বাসস
  ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৫

ভারতের ভিডিওকে আওয়ামী লীগের ওপর নির্যাতন বলে অপপ্রচার শনাক্ত: ফ্যাক্টওয়াচ

ছবি: ফ্যাক্টওয়াচ

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): ভারতে সার্কাসধর্মী এক গ্রামীণ মেলার ভিডিওকে আওয়ামী লীগের ওপর ভয়াবহ নির্যাতনের দৃশ্য হিসেবে উপস্থাপন করে অপপ্রচারের ঘটনা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।

বাংলাদেশে ভুয়া খবর, অপতথ্য ও গুজব প্রতিরোধে কাজ করা স্বাধীন ফ্যাক্ট চেকিং সংস্থা ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এ সংস্থাটি সেন্টার ফর ক্রিটিকাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) দ্বারা পরিচালিত।

ফ্যাক্টওয়াচ জানায়, খাটিয়ায় বেঁধে রাখা এক ব্যক্তির হাত-পায়ে আগুনের ছেঁকা দেওয়ার একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে শেয়ার করে দাবি করা হচ্ছে ‘সারাদেশে আওয়ামী লীগের ওপর চলছে প্রকাশ্যে ভয়াবহ নির্যাতন।’

তবে অনুসন্ধানে প্রমাণিত হয়, ভিডিওটি বাংলাদেশের নয়। ভারতীয় কিছু ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি থেকে ভিডিওটি ছড়ানো হয়েছে। আরও কয়েকটি ভিডিও পর্যালোচনায় দেখা যায়, এগুলো আসলে সার্কাসধর্মী স্থানীয় মেলার দৃশ্য।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিও, খবর ও গুজব ছড়ানোর প্রবণতা বেড়ে যাওয়ায় ফ্যাক্টওয়াচ এসব বিষয় যাচাই করে সত্য প্রকাশ এবং গুজব প্রতিরোধে কাজ চালিয়ে যাচ্ছে।