শিরোনাম
ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ডাকসু ও হল সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রার্থী, গণমাধ্যম কর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
উপাচার্য বলেন, ডাকসু নির্বাচন ছিলো শিক্ষার্থীদের দীর্ঘ দিনের প্রাণের দাবি। শিক্ষার্থীদের দাবির প্রতি সম্মান জানিয়ে এবং বিভিন্ন অংশীজনের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এই নির্বাচন আয়োজন করে। তিনি এটিকে ‘ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রতি ও এর মূল্যবোধের প্রতি সম্মান জানানোর একটি সুযোগ’ হিসেবে আখ্যায়িত করেন।
নির্বাচনের প্রতিটি পর্বে স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং গণমাধ্যমের নিবিড় কভারেজের জন্য উপাচার্য বিশেষভাবে সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী চ্যানেল এস-এর সাংবাদিক তারিকুল ইসলাম শিবলীর মৃত্যুতে তিনি গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।
উপাচার্য নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ডাকসুর মাধ্যমে শিক্ষার্থীদের মতামত প্রকাশের সুযোগ সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে তাদের কাজ করার যে সুযোগ সৃষ্টি হয়েছে, সেটি তারা পুরোপুরি কাজে লাগাবেন বলে আমি আশা করি।’
তিনি নির্বাচন কমিশনকে বিশেষ ধন্যবাদ জানিয়ে বলেন, ‘নির্বাচন কমিশন প্রকৃত অর্থেই দিন-রাত জেগে কাজ করেছেন। কমিশনের একজন সদস্য সন্তানকে মুমূর্ষু অবস্থায় আইসিইউতে রেখে সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করেছেন। এই উদাহরণই প্রমাণ করে ডাকসু নির্বাচন আয়োজনে বহু মানুষের কঠিন পরিশ্রম রয়েছে।’
উপাচার্য জানান, গত এগারো মাসব্যাপী সহকর্মীরা আন্তরিকতার সঙ্গে প্রতিটি পদক্ষেপ পুঙ্খানুপুঙ্খভাবে পরিকল্পনা ও বাস্তবায়ন করেছেন। অভিভাবক, বিভিন্ন শিক্ষক ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পর্যবেক্ষক দলসহ বিভিন্ন পর্যায়ের অংশীজনের সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিজয়ী ও পরাজিত উভয় প্রার্থীর ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, ‘তারা ডাকসুর মতো গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানকে সক্রিয় করেছেন এবং পরমত সহিষ্ণুতা প্রদর্শনের মাধ্যমে বড় কোনো সংঘাত ছাড়া নির্বাচন সম্পন্ন করতে সহযোগিতা করেছেন। মতপার্থক্য সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয় ও দেশের প্রতি ভালোবাসার কারণে তারা এক হওয়ার একটি অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার প্রশংসা করে উপাচার্য বলেন, ‘কঠিন কিছু পরিস্থিতি মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ প্রশাসন, পুলিশের বিভিন্ন শাখা ও গোয়েন্দা সংস্থা ব্যাপক ভূমিকা পালন করেছে। আমরা তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’
উপাচার্য আরও বলেন, ‘একটি জাতীয় প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি দেশের মানুষের আগ্রহ ও সমর্থন আমাদের জন্য বড় পাওয়া। ডাকসু সক্রিয়করণের মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায়, একটি অন্তর্ভুক্তিমূলক বিশ্ববিদ্যালয় গড়ে তোলার প্রক্রিয়ায় এবং বাংলাদেশের পুনর্গঠন প্রক্রিয়ায় আমরা দেশ ও জাতির সঙ্গে থাকতে চাই।’