শিরোনাম
রাঙ্গামাটি, ৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি দ্রুত বাড়তে থাকায় বিদ্যুৎকেন্দ্রের জলকপাট দিয়ে ৬ ইঞ্চির পরিবর্তে ১ ফুট করে পানি ছাড়া হচ্ছে। এতে ১৬টি জলকপাট দিয়ে প্রতি সেকেন্ডে ১৮ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।
আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী জলবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান। তিনি জানান, মুহূর্তে লেকের পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় আজ সকাল ৭টায় কাপ্তাই কর্ণফুলী বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬ জলকপাট দিয়ে ৬ ইঞ্চির পরিবর্তে ১ ফুট করে ছেড়ে দেওয়া হচ্ছে।
তিনি জানান, আজ সকালে কাপ্তাই লেকে পানির লেভেল ছিল ১০৮.৮৮ ফুট মিনস সি লেভেল। লেকে পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট মিনস সি লেভেল।
তীরবর্তী অঞ্চলে বৃষ্টিপাত হওয়ায় কাপ্তাই লেকের পানির উচ্চতা সোমবার বেলা আড়াইটার পর ১০৮.৬৫ ফুট মিনস সি লেভেল অতিক্রম করায় ২টা ৪৫ মিনিটে তৃতীয় বারের মতো কেন্দ্রের ১৬ জলকপাট ৬ ইঞ্চি করে ছেড়ে দেওয়া হয়েছিল।
এর আগে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় দুদফায় বিদ্যুৎকেন্দ্রের ১৬ জলকপাট দিয়ে পানি ছাড়া হয়েছিল। লেকের পানি আবারও বৃদ্ধি পাওয়ায় তৃতীয় দফায় বিদ্যুৎকেন্দ্রের ১৬ জলকপাট দিয়ে পানি নিষ্কাশন করা হচ্ছে।