শিরোনাম
ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত দেশের জিডিপিতে প্রায় ৩০ শতাংশ অবদান রাখছে এবং শিল্প কর্মসংস্থানের ৮৫ শতাংশ সৃষ্টি করছে।
তিনি বলেন, এসএমই ফাউন্ডেশন নীতি সহায়তা, উদ্যোক্তা প্রশিক্ষণ, প্রযুক্তি উন্নয়ন, বাজার সম্প্রসারণ ও নারী উদ্যোক্তা উন্নয়নে কাজ করছে। এ পর্যন্ত প্রায় ২ হাজার ৮০০ উদ্যোক্তাকে ১৮৫ কোটি টাকা ঋণ প্রদান করেছে।
আজ রাজধানীর আগারগাঁওয়ে স্থপতি ইনস্টিটিউটের মাল্টিপারপাস হলে এসএমই ফাউন্ডেশন ও দ্য ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ, বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘বায়ার-সেলার সামিট ২০২৫’-এর সমাপনী অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা এসব কথা বলেন।
আদিলুর রহমান খান বলেন, ‘বায়ার-সেলার সামিট ২০২৫’ উদ্যোক্তাদের আত্মবিশ্বাস বাড়াবে এবং নতুন বাজারের পথ খুলে দেবে এবং ক্রেতা-বিক্রেতা সম্পর্ক জোরদার করবে।
তিনি আরও বলেন, এসএমই ফাউন্ডেশনের এই আয়োজন ক্লাস্টার ভিত্তিক তৃণমূল উদ্যোক্তাদের সরাসরি বাণিজ্যিক ক্রেতাদের সাথে যুক্ত, নতুন বাজার তৈরি এবং মেন্টরিংয়ের মাধ্যমে তাদের ব্যবসায়িক বিকাশে সহায়তা করবে।
অনুষ্ঠানে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের ডিভিশন ডিরেক্টর জঁ পেম, সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট হোসনা ফেরদৌস সুমি, এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন মুশফিকুর রহমানসহ উদ্যোক্তারা উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী ।
এবারের আয়োজনে লেদার, লাইট ইঞ্জিনিয়ারিং, তাঁত, হোম টেক্সটাইল, বাঁশ-বেত, কাঠ, মৃৎশিল্প ও জুয়েলারি সেক্টরের ১৭টি ক্লাস্টার এবং নারী উদ্যোক্তা পরিচালিত ১২টি প্রতিষ্ঠানসহ মোট ৪৬ জন উদ্যোক্তা তাদের সিগনেচার পণ্য প্রদর্শন করেছেন। সামিটে প্রায় ৫০টি চেইন বায়ার হাউজ অংশগ্রহণ করে।
আলোচনা পর্ব শেষে শিল্প উপদেষ্টা ও ওয়ার্ল্ড ব্যাংকের ডিরেক্টর উদ্যোক্তাদের তৈরিকৃত পণ্যের প্রদর্শনী ঘুরে দেখেন।