শিরোনাম
ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : দক্ষিণ এশিয়ায় কৃষি খাতে আঞ্চলিক সহযোগিতা ও জ্ঞান বিনিময়ের নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে পাকিস্তানের ফয়সালাবাদে ইউনিভার্সিটি অব এগ্রিকালচার (ইউএএফ)-এ উদ্বোধন করা হয়েছে সার্ক এগ্রিকালচার সেন্টারের (এসএসি) বুক কর্নার।
আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের প্রধান গ্রন্থাগারে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন ইউএএফ-এর উপাচার্য অধ্যাপক ড. জুলফিকার আলী।
উপাচার্য ড. জুলফিকার আলী বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জ্ঞান ও গবেষণা ছাড়া বিকল্প নেই। এ কারণে এসএসি বুক কর্নার শুধু একটি গ্রন্থাগার কোণ নয়, বরং এটি হবে শিক্ষার্থী, গবেষক ও নীতি-নির্ধারকদের জন্য একটি মূল্যবান জ্ঞানকেন্দ্র।
অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন, কাঠমান্ডুর সার্ক সচিবালয়ের পরিচালক (এআরডি অ্যান্ড এসডিএফ) তানভীর আহমেদ তরফদার, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (দক্ষিণ এশিয়া ও সার্ক) মুহাম্মদ আদিল পারভেজ এবং সার্ক এগ্রিকালচার সেন্টারের (ঢাকা) পরিচালক ড. মো. হারুনূর রশীদ।
তানভীর আহমেদ তরফদার তার বক্তব্যে বলেন, ‘দক্ষিণ এশিয়ার অর্থনীতির প্রধান ভিত্তি কৃষি হলেও জলবায়ু পরিবর্তনের কারণে এই খাত এখন অভূতপূর্ব চাপে রয়েছে। কৃষি উৎপাদনশীলতা বাড়াতে হলে আমাদের বৈজ্ঞানিক গবেষণা ও জ্ঞান বিনিময়ের ওপর জোর দিতে হবে। সার্ক এগ্রিকালচার বুক কর্নার এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে।’
মুহাম্মদ আদিল পারভেজ গ্রন্থাগারকে ‘আলোকের উৎস’ আখ্যা দিয়ে বলেন, ‘জ্ঞান ছাড়া কোনো জাতির উন্নয়ন সম্ভব নয়। সার্ক এগ্রিকালচার বুক কর্নার শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের জন্য কৃষি জ্ঞানের নতুন দুয়ার খুলে দেবে এবং আঞ্চলিক সহযোগিতাকে আরো জোরদার করবে।’
ড. মো. হারুনূর রশীদ জানান, সার্ক এগ্রিকালচার সেন্টার প্রতিষ্ঠালগ্ন থেকে কৃষি খাতে গবেষণা, নীতি নির্ধারণ, সক্ষমতা উন্নয়ন এবং প্রযুক্তি স্থানান্তরের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি ২ শতাধিক গবেষণাধর্মী বই, প্রতিবেদন ও প্রকাশনা প্রকাশ করেছে, যা নিয়মিতভাবে দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও কৃষি-সংক্রান্ত সংস্থাগুলোর মধ্যে বিতরণ করা হচ্ছে।
অনুষ্ঠানে ইউএএফ-এর বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, গবেষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অতিথিরা বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন সার্ক এগ্রিকালচার সেন্টারের সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (ক্রপস) ড. সিকান্দার খান তানভীর এবং ইউএএফ গ্রন্থাগারের লাইব্রেরিয়ান উমর ফারুক ও তার টিমকে, যাদের নিরলস প্রচেষ্টায় এই বুক কর্নার প্রতিষ্ঠা সম্ভব করেছেন।
অতিথিরা আশা প্রকাশ করেন, সার্ক এগ্রিকালচার সেন্টারের এই উদ্যোগ পাকিস্তানসহ পুরো দক্ষিণ এশিয়ার কৃষি খাতকে জলবায়ু-স্মার্ট কৃষি জ্ঞান বিনিময়, আধুনিক প্রযুক্তি প্রয়োগ ও আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।