বাসস
  ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৫

জামালপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আজ জামালপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। ছবি : বাসস

জামালপুর, ৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : নানা আয়োজনে জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মহিলা দলের জেলা শাখা র‌্যালি, আলোচনা সভা ও সমাবেশের আয়োজন করে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেস আলী মামুনের নেতৃত্বে বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে বিশাল র‌্যালি বের করা হয়। 

র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের তমালতলা এলাকায় গিয়ে শেষ হয়। তমালতলায় সমাবেশের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগম সভা পরিচালনা করেন। সাধারণ সম্পাদক সাইদা বেগম শ্যামা সভা সঞ্চালনা করেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেস আলী মামুন প্রধান অতিথি হিসেবে সভায় বক্তব্য দেন।