বাসস
  ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪৯

বৈষম্য বিরোধী আন্দোলন: আনিসুল-কামরুলসহ ২২ জনের ভার্চুয়ালি হাজিরা

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও  সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। ছবি : কোলাজ

ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) :  ‎‎বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর পৃথক থানার দায়ের করা হত্যা ও হত্যাচেষ্টা মামলায় ভার্চুয়ালি হাজিরা দিয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও  সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামসহ ২২ জন।

হাজিরা দেওয়া অপর আসামিরা হলেন-সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক  আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক  সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, চট্টগ্রাম বন্দরের অবসরপ্রাপ্ত চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সোহাইল, সাবেক এমপি মুক্তিযোদ্ধা আহম্মেদ হোসেন, সাবেক এমপি সোলাইমান সেলিম, সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক এমপি আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভী, সাবেক এমপি নুরুজ্জামান আহম্মেদ, মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি মমতাজ বেগম, মহিলা সংরক্ষিত আসনের সাবেক এমপি ডা:ইঞ্জি মাসুদা সিদ্দিকা রোজি,পুলিশের সাবেক আইজিপি চৌধুরি আব্দুল্লাহ আল মামুন ও শহিদুল হক, সাবেক সহকারি পুলিশ কমিশনার তানজিল আহমেদ, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ও বহিষ্কৃত সেনা অফিসার মেজর জেনারেল জিয়াউল আহসান।

আজ কেরানীগঞ্জ কারাগার থেকে তাদের ভার্চুয়ালি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে হাজির দেখানো হয়। এরপর ভার্চুয়ালি তাদের হাজিরা গ্রহণ করেন আদালত।

ডিএমপির প্রসিকিউশন বিভাগের এডিসি (প্রশাসন) মাঈন উদ্দিন চৌধুরি বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

এরমধ্যে আনিসুল হক রাজধানীর লালবাগ, বাড্ডা, ভাষানটেক ও কাফরুলের পৃথক চার মামলায় হাজিরা প্রদান করেন। 

কামাল আহমেদ মজুমদার কাফরুল থানার পৃথক দুই মামলায় হাজিরা দিয়েছেন।

পলক হাজিরা দিয়েছেন শাহবাগ, লালবাগ ও নিউমার্কেট থানার পৃথক তিন মামলায়।

দীপু মনি হাজিরা দিয়েছেন শাহবাগ ও কাফরুল থানার পৃথক দুই মামলায়। 

সালমান এফ রহমান, কামরুল ইসলাম, শামসুল হক টুকু, সোহাইল, আহম্মেদ হোসেন, হাসানুল হক ইনু, সোলাইমান সেলিম, বিচারপতি মানিক,শহিদুল হক, জাহাঙ্গীর আলম, আবু রেজা ও জিয়াউল আহসান হাজিরা দিয়েছেন লালবাগ থানার একটি হত্যা মামলায়। নুরুজ্জামান আহম্মেদ হাজিরা দিয়েছেন যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায়,মমতাজ বেগম হাজিরা দিয়েছেন কোতোয়ালি থানার একটি হত্যা মামলায়,মাসুদা সিদ্দিকা রোজি হাজিরা দিয়েছেন বাড্ডা থানার একটি হত্যা মামলায়,চৌধুরি আব্দুল্লাহ আল মামুন লালবাগ,যাত্রাবাড়ী ও খিলগাঁও থানার পৃথক তিন মামলায় হাজিরা দিয়েছেন। তানজিল আহমেদ ও আবুল হাসান হাজিরা দিয়েছেন যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায়।