শিরোনাম
ঢাকা, ১১ জুলাই, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ক্যান্সার আক্রান্ত সাত্তার ও ফজলুকে চিকিৎসা সহায়তা দিয়েছেন।
‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর নির্দেশনায়, ক্যান্সার আক্রান্ত প্রবীণ ব্যক্তি আব্দুস সাত্তার এবং ফজলু খানকে এই চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনের তত্ত্বাবধানে এই মানবিক কর্মসূচিটি স্থানীয়ভাবে সমন্বয় করেন মালয়েশিয়া বিএনপি’র সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান বাদল।
আজ শুক্রবার সকালে ‘আমরা বিএনপি পরিবার’-এর সিনিয়র সদস্য মাসুদ রানা লিটনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল টাঙ্গাইল জেলার কালিহাতি থানার সহদেবপুর গ্রামে এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় প্রতিনিধি দলটি প্রবীণ ব্যক্তি আব্দুস সাত্তার এবং ফজলু খানের পরিবারের প্রতি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।
প্রতিনিধি দলে ছিলেন- ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মুসতাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব ও সাবেক ছাত্রনেতা মো. আজমল হায়াত খান (শাওন) প্রমুখ।