শিরোনাম
ঢাকা, ১০ জুলাই, ২০২৫ (বাসস) : জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে সংগঠনের উচ্চপর্যায়ের ৮ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল চীন সরকারের আমন্ত্রণে চীনের উদ্দেশে যাত্রা করেছেন।
আজ বৃহস্পতিবার রাতে ঢাকায় চীনা দূতাবাসের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ হ এই প্রতিনিধি দলকে বিদায় জানান।
জামায়াত নেতৃবৃন্দকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিদায় জানান সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ সাহাবুদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন ও সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
উল্লেখ্য, জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ৮ সদস্য বিশিষ্ট উচ্চপর্যায়ের প্রতিনিধি দলটি আগামী ১৫ জুলাই পর্যন্ত চীন সফর করবেন।