বাসস
  ১০ জুলাই ২০২৫, ২৩:৩৪
আপডেট : ১১ জুলাই ২০২৫, ০০:০১

এনসিপির জুলাই পদযাত্রা : যশোরে সমাবেশ আজ

ছবি : এনসিপি

যশোর, ১১ জুলাই, ২০২৫ (বাসস) : জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ আজ যশোরে অনুষ্ঠিত হবে।

সমাবেশে অংশ গ্রহণের জন্য এনসিপি নেতৃবৃন্দের গাড়িবহর বৃহস্পতিবার রাতে যশোর শহরে প্রবেশ করে। এসময় স্থানীয় এনসিপি নেতা-কর্মীরা তাদের ফুল দিয়ে স্বাগত জানান।

নেতৃবৃন্দ যশোরে রাত্রিযাপন করে শুক্রবার সকাল ১০টায় জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের সাথে নেতৃবৃন্দের মতবিনিময়ের কর্মসূচি রয়েছে।

শুক্রবার দুপুরে যশোর রেল রোড এলাকার মডেল মসজিদে জুম্মার নামাজ আদায়ের পর যশোর ঈদগাহ মোড়ে সমাবেশে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় নেতৃবৃন্দের গাড়িবহর নড়াইল থেকে যশোরের বাঘারপাড়া উপজেলার চাড়াভিটায় পৌঁছায়। স্থানীয় এনসিপির নেতা-কর্মীরা সেখান থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে বাঘারপাড়া উপজেলা সদরে নিয়ে যান। বাঘারপাড়া উপজেলা সদরে নেতা-কর্মীদের সাথে কিছুসময় কাটিয়ে তারা খাজুরা হয়ে যশোর শহরে প্রবেশ করেন।