শিরোনাম
ঢাকা, ১০ জুলাই, ২০২৫ (বাসস): রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি ছয় তলা ভবনে আজ আগুন লেগে এক দম্পতি ও তাদের চার বছরের কন্যাশিশু গুরুতর দগ্ধ হয়েছেন।
আহতরা হলেন- রিপন (৪০), তার স্ত্রী ইতি (৩০) ও তাদের চার বছরের মেয়ে রাফিয়া। তাদের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায়।
যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার সাব-ইন্সপেক্টর (এসআই) রফিকুল ইসলাম ভূঁইয়া বাসস’কে বলেন, শহীদ ফারুক রোডে অবস্থিত ভবনের নিচ তলায় রাত ১টা ৪৫ মিনিটের দিকে আগুন লাগে।
তিনি আরও বলেন, রাত ২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, ‘তাদের সকলের শ্বাসনালি পুড়ে গেছে এবং এখনও তাদের অবস্থা আশঙ্কাজনক।’
চিকিৎসকের মতে, রিপনের শরীরের ৭০ শতাংশ, ইতির ৪৫ শতাংশ ও রাফিয়ার ৯০ শতাংশ পুড়ে গেছে।
যাত্রাবাড়ী থানার সহকারী সাব-ইন্সপেক্টর (এএসআই) মো. রাশেস আল আমিন বাসস’কে বলেন, জমে থাকা গ্যাস থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
সম্ভবত মশার কয়েল জ্বালানোর সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।