শিরোনাম
ঢাকা, ১০ জুলাই, ২০২৫ (বাসস): ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ‘নারীদের অবদান’ শীর্ষক কমিটিতে জাতীয়তাবাদী মহিলা দলের ১৫ নেত্রীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
মহিলা দলের এসব নেতা হলেন- শিরিন সুলতানা, অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, রেহানা আক্তার রানু, জাহানারা বেগম, সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া, মিসেস বিলকিস ইসলাম, মিসেস লায়লা বেগম, মিসেস রহিমা শিকদার, মিসেস লিটা বশির, মিসেস নার্গিস আলী, আয়শা সিদ্দিকা মানি, ফরিদা ইয়াসমিন, অ্যাডভোকেট আরিফা জেছমিন, রুখসানা খানম মিতু ও অ্যাডভোকেট সাবেরা আলাউদ্দিন হেনা।
বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।