শিরোনাম
বগুড়া, ১০ জুলাই, ২০২৫ (বাসস) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বগুড়ায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে দলটির স্থানীয় নেতা-কর্মীরা।
বগুড়া শহর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নিপা খাতুনের উদ্যোগে মঙ্গলবার নামাজগড় মোড়ে এ কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুন্নবী সালাম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার, জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সায়লা ইসলাম মুক্তা, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রহিমা খাতুন মেরি, শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, শহর মহিলা দলের সভাপতি সাহিনুর বেগম সানু এবং সাধারণ সম্পাদক রনজনা বেগম, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এ কে এম আজাদ, সাধারণ সম্পাদক মিলন আকন্দ, সাংগঠনিক সম্পাদক সানবীর আহম্মেদ শয়ন।
বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজেও এই কর্মসূচির তথ্য প্রকাশ করা হয়েছে।