বাসস
  ০৯ জুলাই ২০২৫, ২০:২৬

শাবিপ্রবি ভারপ্রাপ্ত উপাচার্যের সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

ছবি: বাসস

সিলেট (শাবিপ্রবি), ৯ জুলাই, ২০২৫ (বাসস): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিমের সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মাহিদুর রহমান সৌজন্য সাক্ষাৎ করেন।

আজ বুধবার দুপুরে উপাচার্যের সভাকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং ছাত্রনেতারা উপস্থিত ছিলেন। 

সৌজন্য সাক্ষাৎকালে জুলাই বিপ্লব, দেশের সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়। আলোচনায় ভারপ্রাপ্ত উপাচার্য বিশ্ববিদ্যালয়ের চলমান একাডেমিক ও অবকাঠামোগত অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

অন্যদিকে, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে আশাবাদ ব্যক্ত করেন।