শিরোনাম
ঢাকা, ৯ জুলাই, ২০২৫ (বাসস): বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অধীন ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) আগামী ১৮ জুলাই সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে পরীক্ষার আসন বিন্যাস ইতোমধ্যে সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) প্রকাশ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীরা আগামী ১০ জুলাই থেকে পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd) থেকে তাদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
সংশ্লিষ্ট সকলকে উক্ত ওয়েবসাইট ভিজিট করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।