বাসস
  ০৯ জুলাই ২০২৫, ১০:৪৭

গুলশান-বনানী থানা বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন

মঙ্গলবার ঢাকা মহানগর উত্তরের গুলশান ও বনানী থানা বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন করা হয়। ছবি: বাসস

ঢাকা, ৯ জুলাই, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ঢাকা মহানগর উত্তরের গুলশান ও বনানী থানা বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতৃবৃন্দ, গুলশান-বনানী থানা এলাকার বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।