শিরোনাম
ঢাকা, ৯ জুলাই, ২০২৫ (বাসস) : বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মৌলভীবাজার জেলা শাখা ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শোক ও বিজয়ের বর্ষপূর্তি’ উপলক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচির আয়োজন করে।
মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে মঙ্গলবার কর্মসূচিতে সভাপতিত্ব করেন ড্যাবের জেলা সদস্যসচিব ডা. মো. আব্দুল হাদি শাহীন। সঞ্চালনা করেন সংগঠনের কোষাধ্যক্ষ ও হাসপাতালের আরএমও ডা. আহমেদ ফয়সল জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন। বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রণয় কান্তি দাশ ও সিভিল সার্জন ডা. মামনুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন ডা. সোহেল রানা, ডা. নাজিম হোসেন চৌধুরী, ডা. সাদেকুল আলম পিয়াস, ডা. মৌমিতা জামান খান, ডা. মোকাম্মেল হক, ডা. শাহরিয়ার, ডা. সব্যসাচী, ডা. রাজীব দত্ত এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ফখরুল ইসলাম।
বক্তৃতায় জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন, ড্যাবের এই মানবিক উদ্যোগ শুধু রোগীদের উপকারেই আসবে না, দলের আদর্শ ও গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতার প্রকাশ। চিকিৎসকদের এ ভূমিকা প্রমাণ করে বিএনপি মানুষের জন্য রাজনীতি করে।
তিনি আরো বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান গণতন্ত্র ও ন্যায়বিচারের প্রতীকে পরিণত হয়েছে। সেই ইতিহাস স্মরণ করে চিকিৎসকদের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
দিনব্যাপী কর্মসূচিতে চিকিৎসক, হাসপাতাল কর্মচারী ও স্থানীয়রা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।