শিরোনাম
ঢাকা, ৮ জুলাই, ২০২৫ (বাসস) : পুলিশের চলমান বিশেষ অভিযানে ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৬০৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার এবং ওয়ারেন্টভুক্ত আসামি ৯৯৭জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৬১০ জন রয়েছে।
পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর আজ এ তথ্য জানিয়েছেন। এ সময় একটি দেশীয় রিভলবার, একটি একনলা দেশীয় পিস্তল, একটি চায়না পিস্তল, একটি ম্যাগজিন, দুইটি দেশীয় ওয়ান শুটার গান, ১৭ রাউন্ড গুলি, একটি পুরাতন স্টিলের পিস্তল, একটি খোসা, দুইট চাপাতি ও একটি ছোরা উদ্ধার করা হয়।