বাসস
  ০৫ জুলাই ২০২৫, ১৬:২১

নড়াইলে এনসিপি’র কেন্দ্রীয় নেতাদের লিফলেট বিতরণ

এনসিপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দের নড়াইল সফর ও পদযাত্রা সফল করার লক্ষ্যে আজ নড়াইল শহরের রূপগঞ্জ বাজার এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে এনসিপি’র জাতীয় যুবশক্তি’র নেতৃবৃন্দ। ছবি: বাসস

নড়াইল, ৫ জুলাই, ২০২৫ (বাসস) : আগামী ১০ জুলাই জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দের নড়াইল সফর ও পদযাত্রা সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে এনসিপি’র জাতীয় যুবশক্তি’র নেতৃবৃন্দ।

আজ বেলা ১১টায় নড়াইল শহরের রূপগঞ্জ বাজার এলাকায় এই লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ, পথচারীদের সঙ্গে মতবিনিময় এবং এনসিপি’র আদর্শ ও কর্মসূচি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন যুবশক্তি’র নেতৃবৃন্দ। 

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মাহমুদা সুলতানা রিমি, এনসিপি’র নড়াইল জেলা সংগঠক প্রভাষক সামিরা খানম, সংগঠক নাজমুল ইসলাম উজ্জ্বল, নড়াইল জেলা কমিটির সদস্য ইরফান বারী উজ্জল প্রমুখ।

যুগ্ম সদস্য সচিব মাহমুদা সুলতানা রিমি বলেন, জাতীয় নাগরিক পার্টি একটি বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে দেশের সর্বস্তরের মানুষের কথা তুলে ধরতে কাজ করে যাচ্ছে। আগামী ১০ জুলাই নড়াইল শহরে এনসিপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হবে। এই পদযাত্রায় অংশ নেবেন এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ দলের নেতৃবৃন্দ। আসন্ন পদযাত্রাকে কেন্দ্র করে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। এই পদযাত্রা হবে নড়াইল জেলায় এনসিপি’র প্রথম বড় ধরনের কেন্দ্রীয় কর্মসূচি, যা ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।