বাসস
  ০৪ জুলাই ২০২৫, ২০:৫১

বিএনপি ক্ষমতা নয়, জনগণের রাজনীতি করে : ওবায়দুর রহমান চন্দন

এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন শুক্রবার জয়পুরহাটে কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার বর্তমান ও সাবেক নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেন। ছবি: বাসস

জয়পুরহাট, ৪ জুলাই, ২০২৫ (বাসস) : বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেছেন, বিএনপি জনগণের রাজনীতি করে, ক্ষমতার রাজনীতি করে না। সেটা করলে এ সরকারের অংশ হতো বিএনপি। গণতন্ত্র বিপন্ন হতো না। আমরা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চাই না। আমরা জনগণের ভোট নিয়ে ক্ষমতায় আসতে চাই। 

আজ শুক্রবার বিকেলে শহরের স্টেশন রোড়ে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার বর্তমান ও সাবেক নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, আমরা ৩১ দফা দাবিকে সামনে রেখে আন্দোলনে নেমেছি। জনগণের কর্মসংস্থান, কৃষক ও ছাত্রদের ভবিষ্যৎ উন্নয়নে পরিকল্পনা করছি। নারীর  নিরাপত্তার বিষয়েও আমাদের স্পষ্ট চিন্তা-ভাবনা আছে। মানুষ যেন শান্তিতে থাকতে পারে, এটা নিশ্চিত করাও বিএনপির প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন করবো এবং তা জনগণের মাঝে পৌঁছে দেব। দল যাকেই মনোনয়ন দেবে তাকে বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী করে বিএনপির দুর্গ হিসাবে খ্যাত জয়পুরহাটে পুনরায় দলের হারানো গৌরব ফিরে আনবো। আমাদের সকল নেতা-কর্মীকে একতাবদ্ধ হয়ে দলের জন্য কাজ করতে হবে।

জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল প্রধান প্রমুখ।