বাসস
  ০৪ জুলাই ২০২৫, ১৩:৫৩

প্রথমবারের মতো ৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা

ছবি : সংগৃহীত

ঢাকা, ৪ জুলাই, ২০২৫ (বাসস) : প্রথমবারের মতো বিশ্বের ৩৫টি ভাষায় অনুবাদ করা হবে মক্কার গ্র্যান্ড মসজিদে অনুষ্ঠিত শুক্রবারের জুমার খুতবা। গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববির ধর্মবিষয়ক প্রশাসন এই ঘোষণা দিয়েছে।

মক্কা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

এর উদ্দেশ্য হলো ইবাদতকারীদের ও উমরাহ পালনকারীদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করা এবং জুমার দিনের ফজিলত ও আদব তুলে ধরা।

শেখ ড. আব্দুল রহমান আল-সুদাইস জুমার নামাজের ইমামতি করবেন।

ধর্ম বিষয়ক প্রশাসনের উপদেষ্টা ও মিডিয়া ও যোগাযোগ বিভাগের প্রধান ফাহিম আল-হামিদ বলেন, খুতবার বহুভাষিক অনুবাদ বিশ্ব মুসলিমদের মধ্যে যোগাযোগ বাড়াতে এবং সংস্কৃতি ও সভ্যতার আদান-প্রদানে একটি দীর্ঘমেয়াদী সেতুবন্ধন হিসেবে কাজ করবে।