শিরোনাম
ঢাকা, ৩ জুলাই, ২০২৫ (বাসস) : চাল সরবরাহের ক্ষেত্রে মিলারদের কাছ থেকে কেজি প্রতি ৭৫ পয়সা ঘুষ দাবির অভিযোগে ঘাটাইল এলএসডি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলামের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম জানান, দুদকের সহকারী পরিচালক মোঃ বিপ্লব হোসেন এ বিষয়ে মামলা দায়ের করেছেন।
মামলার এজাহারে বলা হয়, আসামি মোহাম্মদ রফিকুল ইসলাম সরকারি কর্মচারী হয়েও অপরাধজনক অসদাচরণের মাধ্যমে ঘাটাইল উপজেলায় চাল মিলারদের সঙ্গে মিটিং করে চাল সরবরাহের ক্ষেত্রে তার নিজের জন্য কেজি প্রতি ৫০ পয়সা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য কেজি প্রতি ২৫ পয়সা হারে মোট ৭৫ পয়সা ঘুষ দাবি করেন।
দুদক জানায়, গত ১ জুন ২০২৫ তারিখে দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের নির্দেশনায় ঘাটাইল খাদ্য গুদামে অভিযানকালে বেসরকারি টেলিভিশনের এক সাংবাদিকের কাছ থেকে ঘুষ দাবির রেকর্ডকৃত অডিও জব্দ ও শ্রবণ করা হয়।
অডিওতে শোনা গেছে যে, মোহাম্মদ রফিকুল ইসলাম চাল সরবরাহে কেজি প্রতি ঘুষ দাবি করছেন এবং জানিয়েছেন যে, খাদ্য গুদামের ‘ওসির টাকা’ ঊর্ধ্বতনদেরও ভাগ দিতে হয়, এজন্য তিনি কম ঘুষ নিতে পারবেন না। এ মিটিংয়ে চালকল মালিক সমিতির সংগঠনিক সম্পাদক মোঃ মুনছের আলী, সভাপতি মোঃ মোতাহের মিঞা ও আরও কয়েকজন মিলার উপস্থিত ছিলেন।