শিরোনাম
ঢাকা, ৩ জুলাই, ২০২৫ (বাসস) : ন্যাশনাল ডিফেন্স কলেজে অনুষ্ঠিতব্য ক্যাপস্টোন কোর্সে অংশগ্রহণের জন্য ৩ জন অতিরিক্ত সচিবকে মনোনয়ন দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিপি-৪ শাখার সহকারী সচিব মো. আব্দুর রশিদ স্বাক্ষরিত এক সরকারী আদেশে এ তথ্য জানানো হয়েছে।
সরকারী পত্রে বলা হয়, ন্যাশনাল ডিফেন্স কলেজ, মিরপুর, ঢাকায় আগামী ১৩ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত অনুষ্ঠেয় ক্যাপস্টোন কোর্স ২০২৫/২-এ অংশগ্রহণের জন্য নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে নির্দেশক্রমে মনোনয়ন প্রদান করা হলো। মনোনয়ন প্রাপ্তরা হলেন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) শাহ মোহাম্মদ মাহবুব ও জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (অতিরিক্ত সচিব) আলিফ রুদাবা।
সরকারী আদেশে বলা হয়েছে, মনোনীত কর্মকর্তাগণ আগামী ১২ জুলাই অথবা কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সময়ে ন্যাশনাল ডিফেন্স কলেজ, ঢাকা সেনানিবাস, ঢাকা বরাবর রিপোর্ট করবেন।