শিরোনাম
ঢাকা, ৩ জুলাই, ২০২৫ (বাসস): পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৪৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ৯৪৪ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৪৯৯ জন রয়েছে।
পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর আজ এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে ১ হাজার ৪৪৩ জন আসামিকে গ্রেফতার করেছে। এ সময় একটি বিদেশি রিভলবার এবং ছয় রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।