শিরোনাম
ঢাকা, ২ জুলাই, ২০২৫ (বাসস): বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়।
তিনি এ পদে এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়ার স্থলাভিষিক্ত হচ্ছেন। গত ২৬ জুন মঞ্জুর কবীর ভূঁইয়াকে প্রত্যাহার করে বাংলাদেশ বিমান বাহিনীতে ফেরত পাঠানো হয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে বেবিচক দেশের সকল বেসামরিক বিমান চলাচল কার্যক্রম, বিমানবন্দর পরিচালনা, বিমান চলাচল নিয়ন্ত্রণ, নিরাপত্তা ও সুরক্ষাবিষয়ক দায়িত্ব পালন করে থাকে।