শিরোনাম
ঢাকা, ৮ মে, ২০২৫ (বাসস) : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় পর্যায়ে শুরু হলো ৩ দিনব্যাপী অনুষ্ঠান।
এ বছর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘রবীন্দ্রনাথ ও বাংলাদেশ’।
সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় এবং কুষ্টিয়া জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ২৫, ২৬, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ (৮, ৯, ১০ মে) কুষ্টিয়ার শিলাইদহের রবীন্দ্র কুঠিবাড়িতে এই অনুষ্ঠান আয়োজিত হচ্ছে।
সকাল সাড়ে ৯ টায় কুষ্টিয়ার শিলাইদহের রবীন্দ্র কুঠিবাড়িতে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতা করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এতে সভাপতিত্ব করেন সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফরহাদ সিদ্দিক এবং স্মারক বক্তৃতা করেন অধ্যাপক মনসুর মুসা। বিশেষ অতিথির বক্তৃতা করেন ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, কুষ্টিয়া-এর ভাইস চ্যান্সেলর ড. নকীব মোহাম্মাদ নসরল্লাহ।
আলোচনা পর্ব শেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই সমবেত নৃত্য ‘আকাশ ভরা সূর্যতারা’ পরিবেশন করেন একাডেমির নৃত্যশিল্পীবৃন্দ। ‘আনন্দ ধারা বহিছে ভূবনে’ ও ‘ভালোবেসে সখী’ গান দুটি পরিবেশন করেন সুমা রানী রায়। এরপর একক সংগীত ‘আমি কোথায় পাবো তারে’ পরিবেশন করেন বুলবুল ইসলাম। আবারো একক সংগীত ‘ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে’ পরিবেশন করেন সুমা রানী রায় এবং ‘তুমি কেমন করে’ পরিবেশন করেন বুলবুল ইসলাম। এরপর দ্বৈত সংগীত ‘বিশ্ব সাথে যোগে যেথায়’ পরিবেশন করেন সুমা রানী রায় ও বুলবুল ইসলাম। সবশেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীবৃন্দ পরিবেশন করেন সমবেত নৃত্য ‘ঐ মহা মানব আসে’।