বাসস
  ১০ আগস্ট ২০২৫, ২১:২৫

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

ঢাকা, ১০ আগস্ট, ২০২৫ (বাসস) : নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো. হৃদয় হাসান লাবলুকে (২৮) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আজ রোববার গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

গ্রেফতারকৃত হৃদয় জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৫ টার দিকে ধানমন্ডি ১৫/এ এলাকার একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। সে গত ১১ জুলাই মিরপুর কাজীপাড়া এলাকায় ছাত্রলীগের একটি মিছিলের নেতৃত্ব দিয়েছিল। গ্রেফতারকৃত হাসানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।