শিরোনাম
ঢাকা, ৬ মে, ২০২৫ (বাসস) : দীর্ঘ এক বছর পর পরীক্ষামূলকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সোমবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
প্রাথমিকভাবে সীমিত আকারে সুইমিংপুলের কার্যক্রম পরিচালনা করা হবে। সুইমিংপুলের প্রয়োজনীয় আরও সংস্কার, লাইফ গার্ড নিয়োগ ও অন্যান্য নিরাপত্তা নিশ্চিত করার পর শিক্ষার্থীদের সুইমিং এবং সুইমিংপুলের প্রশিক্ষণ কার্যক্রম পুরোদমে শুরু হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও সুইমিংপুল পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. শরীফ হোসেন, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন এবং ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়াসহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।