বাসস
  ১৪ জানুয়ারি ২০২৬, ১৮:৫৭

সিলেটে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ

ছবি : বাসস

সিলেট, ১৪ জানুয়ারি, ২০২৫ (বাসস) : সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণের চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি। 

গতকাল মঙ্গলবার ও আজ বুধবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর আওতাধীন সীমান্তবর্তী এলাকা সংগ্রাম, প্রতাপপুর, তামাবিল, সোনারহাট, মিনাটিলা শ্রীপুর, পান্থুমাই, কালাইরাগ, দমদমিয়া, বাংলাবাজারে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে এইসব চোরাচালানি সামগ্রী জব্দ করা হয়। 

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে- বিপুল পরিমাণ ভারতীয় সানগ্লাস, শীতের কম্বল, শাড়ি, ইস্কফ সিরাপ, মহিষ, গরু, জিরা, কমলা, সুপারি, চিনি, বাটার, চকলেট, বিস্কুট, ফুচকা, বিয়ার, মদ, পেঁয়াজ ও মেহেদি। এছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে রসুন। 

এ ব্যাপারে  সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল নজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। 

আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।